• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিকাগোয় টর্নেডোর কারণে শত শত ফ্লাইট বাতিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩, ০৪:২৯ পিএম
শিকাগোয় টর্নেডোর কারণে শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের শিকাগো, ইলিনয়েস রাজ্যের ওপর দিয়ে শক্তিশালী টর্নেডো বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ বুধবার এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আবহাওয়া বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, এ টর্নেডোটি পূর্বদিকে কুক ও ডুপেজ কাউন্টির বিভিন্ন এলাকার দিকে অগ্রসর হচ্ছে। ওই এলাকায় একইসঙ্গে একাধিক টর্নেডোর আঘাত হানার ইতিহাস রয়েছে। যেসব এলাকায় টর্নেডোর আঘাত হানার সতর্কতা জারি করা হয়েছে সেখানকার বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময় ও’হারে বিমানবন্দরের কাছে ফানেল ক্লাউড মাঝে মাঝে স্থলকে স্পর্শ করছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ও’হারে ও কাছাকাছি মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের শতশত ফ্লাইট বাতিল করা হয়েছে। শিকাগোর বিমান পরিবহন সূত্র এ কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের যাত্রী পরিবহনের চতুর্থ ব্যস্ততম বিমান টার্মিনাল ও’হারের বুধবার সন্ধ্যে পর্যন্ত ৩৮১টি ফ্লাইট বাতিল করা হয়। আর মিডওয়ের আরও ৩৫টি ফ্লাইট বাতিল করা হয়।

Link copied!