• ঢাকা
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩০, ২৭ শা'বান ১৪৪৬

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কীভাবে মিলবে, জানালেন ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১২:১৭ পিএম
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কীভাবে মিলবে, জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অভিবাসীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়া প্রক্রিয়াকে সহজ করার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে আমেরিকার নাগরিকত্বের টিকিট ‘বিক্রি’ করা হবে বলে ঘোষণা দেন তিনি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প।

রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন অভিবাসন নীতিতে এবার বড় পরিবর্তন করতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে ধনী অভিবাসীদের যুক্তরাষ্ট্রে ‘গোল্ডেন কার্ড’ প্রদান করা হবে। এই গোল্ডেন কার্ড হবে গ্রিন কার্ডের ‘প্রিমিয়াম সংস্করণ’। মার্কিন নাগরিকত্ব অর্জনের ‘পথ খুলে দেবে’ এই গোল্ড কার্ড।

ট্রাম্প বলেন, ‘এই গোল্ড কার্ড নাগরিকত্বের রুট হবে। ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন এবং এই কার্ড কিনতে পারবেন। তারা এখানে এসে আরও ধনী হবেন, সাফল্য অর্জন করবেন, এখানে অনেক খরচ করবেন এবং কর দেবেন। আমাদের অনেক নাগরিকদের কর্মসংস্থান তৈরি করে দেবেন।’

ট্রাম্প জানান, দুই সপ্তাহের মধ্যে এই প্রকল্প চালু হয়ে যাবে। এদিকে ঠিক কীভাবে এই প্রকল্প চলবে, তা স্পষ্ট করেননি তিনি।

ট্রাম্পের মতে, এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, তিনি ‘ইবি-৫’ অভিবাসী বিনিয়োগকারী ভিসা কর্মসূচির পরিবর্তে ‘গোল্ড কার্ড’ ব্যবহার করবেন, যা মার্কিন কর্মসংস্থান সৃষ্টি বা সংরক্ষণের জন্য বিপুল পরিমাণ অর্থের বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!