ভারতের অদ্ভূত ৪ স্থান!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৪:৪৩ পিএম
ভারতের অদ্ভূত ৪ স্থান!

পৃথিবীতে প্রকৃতিকে অনেক সুন্দর সাজিয়েছেন সৃষ্টিকর্তা। এর পরতে পরতে রয়েছে বিস্ময়। আবার অনেক ক্ষেত্রে মানুষও প্রকৃতিকে নানা রূপ দিয়েছে। এসবের মধ্যে রয়েছে মানুষের অদ্ভূত কান্ডও। তেমনি চিত্র দেখা গেছে ভারতের ৪টি স্থানে।


রোজারি চার্চ

ভারতের কর্ণাটকের হেমাবতী নদীর তীরেই রয়েছে রোজারি চার্চ। এই চার্চের বিশেষত্ব হলো বর্ষার সময় এটি পুরোটা পানিতে ডুবে যায়। বর্ষাকাল চলে গেলেই স্বমহিমায় নদীর তীরে মাথা উঁচু করে জেগে উঠে চার্চটি। অদ্ভূত বিষয় হলো, পানির কারণে এখনও পর্যন্ত চার্চের দেওয়াল বা স্তম্ভগুলোর কোনও ক্ষতি হয়নি।



আহমেদাবাদের লাকি রেস্তোরা

এই রেস্তোরাটি তৈরি হয়েছে কবরস্থানে। লাল দরওয়াজা এলাকায় অবস্থিত এই অদ্ভূত রেস্তোরাটি। মৃত মানুষের সমাধি রয়েছে সেখানে। সমাধির পাশেই খাবার পরিবেশন করা হয়। খুবই যত্নসহকারে সমাধিগুলো রাখা হয়েছে। প্রতিদিন রেস্তোরার কর্মীরা পরিষ্কার করে সেগুলো সাজিয়ে রাখেন। রেস্তোরায় বেশ ভীড়ও হয়।


কোডিনহি গ্রাম

কালিকট থেকে ৩৫ কিলোমিটার দূরে রয়েছে একটি গ্রাম। নাম তার কোডিনহি গ্রাম। গ্রামটি যমজদের গ্রাম হিসেবে সারা বিশ্বে পরিচিত। এই গ্রামে বর্তমানে অন্তত ২০০ জোড়া যমজ রয়েছে। কেবল কোডিনহিতে নয়, বিশ্বে আরও দুইটি এলাকা নাইজেরিয়ার ইগবো ওরা এবং ব্রাজিলের ক্যানডিডো গডোই গ্রামে যমজ বাচ্চা জন্মের দৃষ্টান্ত রয়েছে।

মণিপুরের লোকতাক লেক

ভাসমান ফুমডিসের জন্য বিখ্যাত মণিপুরের লোকতাক লেক। মাটি, গাছপালা আর নানা অর্গানিক ম্যাটার পুঞ্জীভূত হয়ে লেকের উপর দ্বীপপুঞ্জের মতো স্থলভাগ তৈরি করে। একে ফুমডিস বলে। বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ফুমডিস লোকতাক লেকে রয়েছে। দেখতে অদ্ভূত। এই  স্থানেই বিশ্বের সবচেয়ে বড় ভাসমান পার্ক রয়েছে। যার নাম কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক।

 

সূত্রঃ এনডিটিভি

Link copied!