• ঢাকা
  • শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৮ ভাদ্র ১৪৩১, ১৮ সফর ১৪৪৫

যেভাবে ব্যাংক থেকে সাড়ে ১৬ কোটি রুপি সরাল হ্যাকাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০১:২৯ পিএম
যেভাবে ব্যাংক থেকে সাড়ে ১৬ কোটি রুপি সরাল হ্যাকাররা
প্রতীকী ছবি

ভারতের একটি ব্যাংকে সাইবার হামলা চালিয়ে ১৬ কোটি ৫০ লাখ রুপি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। দেশটির নৈনিতাল ব্যাংকের নয়ডা শাখায় এই সাইবার হামলা চালানো হয়।

এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, হ্যাকাররা প্রথমে নৈনিতাল ব্যাংকের নয়ডা শাখা ব্যবস্থাপকের আইডি চুরি করে। এরপর ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস ব্যবস্থায় ঢুকে গত ১৬ থেকে ২০ জুনের মধ্যে ১৬ কোটি ৫০ লাখ রুপি হাতিয়ে নেয়। পরে ৮৯টি বিভিন্ন হিসাবে এই অর্থ স্থানান্তর করা হয়।

নৈনিতাল ব্যাংকের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক সুমিত কুমার শ্রীবাস্তব পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, জুন মাসের হিসাব মেলানোর সময় এই সাইবার চুরির বিষয়টি নজরে আসে। গত ১৭ জুন আরটিজিএস ব্যবস্থার নিয়মিত নিরীক্ষা করতে গিয়ে দেখা যায়, ৩ কোটি ৬০ লাখ ৯৪ হাজার রুপির গরমিল আছে। টানা কয়েক দিন নিরীক্ষার পর আরও বেশি অর্থের গরমিল ধরা পড়ে। এরপর দেখা যায়, মোট ১৬ কোটি ৫০ লাখ রুপির গরমিল আছে।

Link copied!