• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

ঈদের দিন যেভাবে পার করছেন গাজাবাসী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০১:১৫ পিএম
ঈদের দিন যেভাবে পার করছেন গাজাবাসী
গাজা উপত্যকার শিশুরা। ছবি : সংগৃহীত

সৌদি আরবসব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদ্‌যাপিত  হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। রোববার (৩০ মার্চ) ঈদ উদ্‌যাপিত হচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকায়ও। যুদ্ধের বিভীষিকা ও ঈদ একসঙ্গেই চলছে এখানে।

এদিকে শনিবারও (২৯ মার্চ) ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ২৭৭ জনে পৌঁছেছে। এ ছাড়া আরও ৭০ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৯৫ জনে পৌঁছেছে।

এমন পরিস্থিতিতেও গাজাবাসী ঈদুল ফিতরের উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের একটি আশ্রয়কেন্দ্রে ফিলিস্তিনি নারীরা তাদের সন্তানদের মনোবল চাঙা করার আশায় ঐতিহ্যবাহী ঈদ কুকিজ কা’ক তৈরি করছেন।

এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। প্রায় দেড় বছর সময় ধরে ইসরায়েলিরা গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে গাজাবাসী দুটি ঈদ পালন করেছেন। সেই দিনগুলোতেও ইসরায়েলিরা গাজায় তাণ্ডব চালিয়েছে। এবারও তাই করা হয়েছে।

 

Link copied!