• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ‘হিলারি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৫:১৪ পিএম
ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ‘হিলারি’
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ উপকূলে রোববার (২০ আগস্ট) আঘাত হেনেছে শক্তিশালী ক্রান্তীয় ঝড় ‘হিলারি’। ঝড়ের কারণে বড় ধরনের বন্যা হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ঝড়ের আগমুহূর্তে ক্যালিফোর্নিয়ায় রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে তেমন কোনো ক্ষতি হয়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল সহায়তার নির্দেশ দিয়েছেন।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এ অবস্থাকে ‘নজিরবিহীন আবহাওয়া’ বলে মন্তব্য করে বলেন, “জনগণের উদ্দেশ্যে আমাদের বার্তা, নিরাপদ থাকুন, বাড়িতে থাকুন, সচেতন থাকুন। দুর্যোগ মোকাবেলার অভিজ্ঞতা লস অ্যাঞ্জেলেসের রয়েছে।”

হিলারির আঘাতের সময় জরুরি পরিষেবা চালু রাখার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলেও  কারেন বাস জানান।

হিলারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হানার আগে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হেনেছিলো। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে ঝড়টি আছড়ে পড়ে। সেখানে এক ব্যক্তি গাড়িতে করে পানির স্রোত পার হওয়ার সময় মারা যান বলে জানা যায় বিবিসির প্রতিবেদনে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তির স্ত্রী ও সন্তান ওই গাড়িতে থাকলেও তারা অক্ষত আছেন।

গত ৮৪ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা প্রথম ক্রান্তীয় ঝড় বলা হচ্ছে হিলারিকে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!