শোরানুর রেলওয়ে স্টেশনের কাছে কেরালা এক্সপ্রেসের ধাক্কায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। ভারতের কেরালায় শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি
পালাককাদ জেলায় রেলওয়ে স্টেশন থেকে কিছু দূরে শোরানুর ব্রিজের কাছে রেললাইনের ময়লা পরিষ্কারের করতে ছিলেন ওই চার স্যানিটারি কর্মী। এ সময় ট্রেন চলে এলে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি কেরালা থেকে দিল্লিতে যাচ্ছিল।
পুলিশের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, ওই চার কর্মী রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। ট্রেনের ধাক্কায় তারা ট্রাক থেকে ছিটকে পড়ে।
ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করেছে। কিন্তু আরেকজনের লাশ এখন খুঁজে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি দুর্ঘটনার সময় আত্মরক্ষার্থে নদীতে ঝাঁপ দেন। তারা সবাই তামিলনাড়ুর বাসিন্দা।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, সম্ভবত তারা ট্রেন আসার বিষয়টি লক্ষ করেনি। এ জন্যই দুর্ঘটনা ঘটেছে। তারপরও প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হবে।
এদিকে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হয়ত কাজে মগ্ন থাকার জেরে পেছন থেকে আসা দ্রুতগতির ওই ট্রেনটিকে দেখতে পাননি শ্রমিকরা, যার জেরেই এই দুর্ঘটনা। এদিকে রেলচালকের দাবি, যে জায়গায় কাজ চলছিল সেখানে একটি বাঁক রয়েছে। যার জেরেই বাঁক ঘুরে হঠাৎ সামনে ওই কর্মীদের দেখেন ট্রেনের চালক। সঙ্গে সঙ্গে বাঁশি বাজানো হলেও সরে যাওয়ার সময় পাননি কর্মীরা। যার জেরেই এই দুর্ঘটনা।