ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার জাফর খাদের ফাউর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।
শনিবার (২ নভেম্বর) এমনটাই দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
হিজবুল্লাহর নাসের ইউনিটে ক্ষেপণাস্ত্র ও রকেট তৎপরতা তদারকির দায়িত্বে ছিলেন ফাউর।
আইডিএফ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের জোয়াইয়া গ্রামে ইসরায়েলি বিমান বাহিনী ফাউরকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সে হামলায় তিনি নিহত হয়েছেন। তবে এ হামলাটি কবে চালানো হয়েছিল সে বিষয়ে কিছু জানায়নি তারা।
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এরপরের দিন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
গত বছরের ৮ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে গোষ্ঠীটির প্রথম গুলি চালানোর নির্দেশের জন ফাউরকে দায়ী করেছে আইডিএফ।
বিস্তারিত আসছে…