ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে ইসরায়েলের হাইফা শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
টেলিগ্রামে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানিজ ও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার জবাবে স্থানীয় সময় সকাল ৭টায় এই হামলা চালানো হয়।
লেবানিজ ও ফিলিস্তিনিদের ‘বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের’ প্রশংসাও করা হয় বিবৃতিতে।
এদিকে, লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যেই বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয়। এর লক্ষ্য স্পষ্ট নয়। তবে ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী এ হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষে জানানো হয়েছে, সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে, তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলের সেনাদের লক্ষ্যবস্তু করেছে।
এর আগে, স্থল অভিযান শুরুর তৃতীয় দিনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লেবাননে দুটি বড় হামলা হয়। গেল ২৪ ঘন্টায় হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত দেড় শতাধিক। পাল্টা হামলায় ১৭ ইসরায়েলি সেনা নিহতের দাবি করেছে হিজবুল্লাহ।