• ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৬

বাঁক নিতে গিয়ে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৯:১৩ এএম
বাঁক নিতে গিয়ে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

নিউইয়র্কের হাডসন নদীর ওপর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন স্পেনের নাগরিক এবং অপরজন ছিলেন পাইলট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।

নিউইয়র্ক পুলিশ জানায়, নিউ জার্সির উপকূল ধরে যেতে জর্জ ওয়াশিংটন ব্রিজ এলাকায় বাঁক নেওয়ার পরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। পরে দ্রুতই জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলেই চারজন মারা যান। বাকি দুজন মারা যান হাসপাতালে নেওয়ার পর।

এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস।

Link copied!