• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

যুক্তরাষ্ট্রে ভারি তুষারপাত: বাতিল হলো ২ হাজারের বেশি ফ্লাইট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৯:৫৭ এএম
যুক্তরাষ্ট্রে ভারি তুষারপাত: বাতিল হলো ২ হাজারের বেশি ফ্লাইট
যুক্তরাষ্ট্রে ভারি তুষারপাত। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলজুড়ে প্রায় সোয়া দুই কোটি মানুষ বিপজ্জনক তুষারপাতের কবলে পড়েছেন। বাতিল করা হয়েছে বিভিন্ন বিমানবন্দরের ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে সাউথ ক্যারোলাইনা পর্যন্ত দক্ষিণের শহরগুলোতে  তুষারপাত ও হিমশীতল বৃষ্টি শুরু হয়েছে।

বাতিল করা হয়েছে বিভিন্ন বিমানবন্দরের ২ হাজার ২শরও বেশি ফ্লাইট। বিলম্ব হয়েছে আরো তিন হাজারের বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েন উড়োজাহাজের যাত্রীরা।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে জানানো, এসব এলাকায় ১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরে থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিউইয়র্কের পশ্চিমাঞ্চলেও ভারি তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। সেখানে বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর।

Link copied!