• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাস্তাঘাট, স্কুল-কলেজ বন্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৯:১৮ এএম
ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাস্তাঘাট, স্কুল-কলেজ বন্ধ
ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট তলিয়ে গেছে। ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে শহরটির সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির তথ্যমতে, বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে অনেক রাস্তা পানিতে তলিয়ে গেছে। অতি বৃষ্টির কারণে বেশ কিছু ফ্লাইটও বাতিল করতে হয়েছে। বৃষ্টির পানি জমে থাকার কারণে রাস্তায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে। ফলে শহরের বিভিন্ন জায়গায় বেশ যানজটের সৃষ্টি হয়েছে। তাই বৃহস্পতিবার স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে মুম্বাইয়ের আবহাওয়া অফিস ও তার আশপাশের এলাকার জন্য একটি সতর্কতা জারি করে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!