• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

এবার হামাসের রকেট হামলায় কাঁপল ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৮:৪৯ পিএম
এবার হামাসের রকেট হামলায় কাঁপল ইসরায়েল

গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের বর্বর হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ। এবার ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

বার্তা সংস্থা আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের’ পর মধ্য ইসরায়েলে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে (স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে) গুশ দান এবং হাশফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর, দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে আসা তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে।’

এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে।

ইসরায়েলের দাবি, তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে। 

ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, মধ্য ইসরায়েলে হামাসের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

হামলার এ ঘটনায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে।

উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক শত মানুষ। বুধবার (১৯ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি খবরে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা ৪৮ হাজার ৫৭৭ জনে পৌঁছায়। এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে দাঁড়িয়েছে।

Link copied!