গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বুরশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছেন, বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকে উত্তর গাজার জাবালিয়া মেডিকেল সেন্টারে ৪৬টি মরদেহ এবং ১১০ আহত ব্যক্তিকে আনা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মুনির আল বুরশ জানান, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে আরও কয়েক ডজন লোক আটকে আছেন।
এদিকে জাবালিয়া শরণার্থী শিবিরে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক ডজনেরও বেশি লোক নিহত হয়েছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্যানুসারে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ১১ হাজারেরও বেশি শিশু এবং নারী। আহত হয়েছেন ২৮ হাজার ২০০ জনের বেশি।
গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, ইতোমধ্যে এক হাজার ২০০ ইসরাইলি নিহত হয়েছে।
সূত্র : আল-জাজিরা।