• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

তিনটি যোগ্যতা থাকলেই গ্রিন কার্ড দেবে জার্মানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০৯:৫২ পিএম
তিনটি যোগ্যতা থাকলেই গ্রিন কার্ড দেবে জার্মানি

দক্ষ কর্মীর অভাবে পড়েছে জার্মানি। তাই ইউরোপিয়ান ইউনিয়নের (ইউ) বাইরের কর্মীদের জন্য কাজের সুযোগ করে দিতে চায় দেশটি।

ডয়েচে ভেলে জানায়, কর্মী আকর্ষণের জন্য নিজের দেশের জন্য উপযোগী গ্রিন কার্ড ইস্যু করবে জার্মানি। বলা হচ্ছে এটি হবে এক ধরনের ‘সুযোগ লুফে নেওয়ার কার্ড’। মূলত জার্মানির কর্মী সংকট দূর করাই এই পদক্ষেপের লক্ষ্য।

জার্মানির শ্রমমন্ত্রী হাবের্টাস হেইল জানান এই সুযোগটি কাজে লাগিয়ে দক্ষ কর্মীরা এখন জব অফার ছাড়াই জার্মানিতে এসে চাকরি খুঁজতে পারবেন। তবে থাকতে হবে নিচে উল্লেখ করা যোগ্যতাগুলোর যেকোনো তিনটি:

১. বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত একটি ডিগ্রি অথবা পেশাগত যোগ্যতা।
২. কমপক্ষে তিনি বছরের কাজের অভিজ্ঞতা।
৩. জার্মান ভাষায় দক্ষতা অথবা এর আগে জার্মানিতে অবস্থান করা হয়েছে এমন।
৪. বয়স ৩৫ এর কম।

তবে কার্ডের সংখ্য থাকবে নির্দিষ্ট। শ্রম বাজার সাপেক্ষে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক কার্ড ইস্যু করবে জার্মান সরকার।

তবে প্রক্রিয়াটিকে জটিল বলছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে এতে অভিবাসীদের জন্য আমলাতান্ত্রিক জটিলতা বাড়বে। তারা বলছেন সাধারণ ভিসা দিয়েই এই কাজ সহজেই করা সম্ভব।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!