• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘুষ নিয়ে আসামিকে মুক্তি, সড়কে শুয়ে পুলিশ সদস্যের প্রতিবাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ০৪:০১ পিএম
ঘুষ নিয়ে আসামিকে মুক্তি, সড়কে শুয়ে পুলিশ সদস্যের প্রতিবাদ

ভারতের পাঞ্জাব প্রদেশের জালন্ধরে ঘুষ নিয়ে আসামিকে মুক্ত করে দেওয়ার প্রতিবাদ দেখালেন এক পুলিশ সদস্য। তার অভিযোগ, আমি চোর ধরি, আর আমার থানার কর্মকর্তারা অর্থ নিয়ে তাদের ছেড়ে দেয়। গত শুক্রবার ভোগপুর এলাকায় পাঠানকোট হাইওয়ের একটি অংশে এ ঘটনা ঘটে। এর ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, সহকর্মীদের বিরুদ্ধে ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ তুলে রাস্তায় শুয়ে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন এক পুলিশ সদস্য। এর জন্য এক সহকর্মীর লাথি পর্যন্ত খেতে হয়েছে। তবু প্রতিবাদে অনড় ছিলেন। ভোগপুরের পঠানকোট হাইওয়েতে দায়িত্বপালন করছিলেন ওই পুলিশ সদস্য। শনিবার দায়িত্বপালনের সময় তিনি মহাসড়ক আটকে আড়াআড়ি শুয়ে পড়েন রাস্তায়। তার আগে দড়ি দিয়ে রাস্তা আটকে দেন তিনি।

রাস্তা আটকে প্রতিবাদ করায়, হাইওয়েতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ নিয়ে প্রবল অস্বস্তিতে পড়েছে ভারতীয় পাঞ্জাবের পুলিশ প্রশাসন।

দীর্ঘ হতে থাকে আটকে পড়া গাড়ির লাইন। সহকর্মীরাও তাকে রাস্তা থেকে ওঠাতে পারছিলেন না। একপর্যায়ে তার এক সহকর্মী তাকে লাথি মেরে রাস্তা থেকে তোলার চেষ্টাও করেন। গোটা ঘটনাই রেকর্ড হয়েছে ক্যামেরায়। এরপরই তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, আমি চোর ধরি আর আমার থানার লোকেরা টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়।

এনডিটিভি জানিয়েছে, ওই পুলিশ সদস্য এক যুবককে গ্রেপ্তার করে ভোগপুর থানায় নিয়ে গিয়েছিলেন। পরে থানায় গিয়ে সহকর্মীদের কাছে ওই আসামির কথা জিজ্ঞেস করলে তারা অস্পষ্ট উত্তর দেন। তাতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি।

ভোগপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখজিৎ সিং বলেন, ঝগড়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছিলেন ওই হোমগার্ড। গ্রেপ্তারকৃত ব্যক্তি জামিনের আবেদন করলে থানা থেকেই তাকে জামিন দেওয়া হয়।

এদিকে বিক্ষোভের সময় রাস্তা থেকে ওঠাতে প্রতিবাদী পুলিশ সদস্যকে সহকর্মী লাথি মারেননি বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!