পশ্চিম ফ্রান্সের এক বিশাল অংশে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বিসিএসএফ রিপোর্ট এই ভূমিকম্পকে ‘খুব শক্তিশালী’ বলে জানিয়েছে। এএফপি রেকর্ড বলছে, ফ্রান্সে এমন শক্তির সর্বশেষ ভূমিকম্প ২০০০-এর দশকের শুরুতে হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভূমিকম্প প্রসঙ্গে ফ্রান্সের মন্ত্রী ক্রিস্টোফ বেচু বলেন, “এটি ফ্রান্সের ভূখণ্ডে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি।”
সিসমিক সার্ভিল্যান্সের জন্য জাতীয় নেটওয়ার্ক আরইএনএএসএস এই ভূমিকম্পকে ৫ দশমিক ৩ মাত্রা রেকর্ড করেছে যেখানে ফরাসি সেন্ট্রাল সিসমোলজিক্যাল ব্যুরো (বিসিএসএফ) এটিকে ৫ দশমিক ৮ মাত্রা বলেছে।
ফ্রান্সের প্রিফেকচারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, অনেক জায়গায় ভবন থেকে পাথর পড়ে এবং দেয়ালে ফাটল দেখা দেয়। ডিউক্স-সেভার্স বিভাগে একজন ব্যক্তি ভূমিকম্পের সময় আহত হয়েছে।’
বিবৃতি থেকে আরও জানা যায়, দক্ষিণে পার্শ্ববর্তী চারেন্টে-মেরিটাইম ডিপার্টমেন্টে ভবনগুলোতে ফাটল দেখা গেছে এবং একটি বিদ্যুত লাইন বিপর্যয়ে ১ হাজার ১০০টি বাড়ি অন্ধকারে পড়ে যায়।