থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজা কমালেন দেশটির রাজা মাহা ভাজিরালংকর্ন। থাকসিনের কারাদণ্ডাদেশ ৮ বছর থেকে কমিয়ে ১ বছর করা হয়েছে। রয়্যাল গ্যাজেটের তথ্যানুযায়ী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা গত সপ্তাহে ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনের পর দেশে ফেরেন। তিনি এই দীর্ঘ সময় কারাগার থেকে বাঁচতে নির্বাসনে ছিলেন। দেশে আসার পর তাকে কারাগারে নেওয়া হয়। ক্ষমতার অপব্যবহারসহ অন্যান্য অভিযোগে দেশটির আদালত তাকে ৮ বছর কারাদণ্ড দিয়েছিলেন।
রয়্যাল গেজেটে জানানো হয়, “থাকসিন তার অন্যায় স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেছেন।” গেজেটে আরও জানানো হয়, দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে অসুস্থ।
থাকসিন ২০০১ সালে প্রথম থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৬ সালে আবারও ক্ষমতায় এলেও সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ক্ষমতার অপব্যবহারসহ অন্যান্য ফৌজদারি মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে থাকসিন দেশের বাইরে স্বেচ্ছা নির্বাসনে যান।