• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে, এমন চেষ্টায় বিদেশি শত্রুরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০২:১৫ পিএম
নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে, এমন চেষ্টায় বিদেশি শত্রুরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি শত্রুরা সিস্টেমে প্রবেশের (হ্যাক) চেষ্টায় ‘অত্যাধুনিক কৌশল’ ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। তবে এখন পর্যন্ত তারা (শত্রুরা) এতে ব্যর্থ হয়েছে বলেও দাবি সংশ্লিষ্টদের।

স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিআইএসএ) পরিচালক জেন ইস্টারলি।

জেন ইস্টারলি বলেন, বেশির ভাগ নির্বাচনী মেশিন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে না। ফলে বিদেশি শত্রুরা সহজে তা হ্যাক করতে পারে না।

তবে ইস্টারলি সতর্ক করে বলেন, “বিদেশি শত্রুরা আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করবে যে, তারা এটি (হ্যাক) করতে সক্ষম।” 

ইস্টারলি আরও বলেন, “আমেরিকান জনগণের কাছে তথ্য আসছে এবং সেই তথ্যের অনেকটাই আমাদের বিদেশি শত্রুরা ছড়িয়ে দিচ্ছে। যারা নির্বাচনে যুক্তরাষ্ট্রের আস্থা নষ্ট করার চেষ্টা করছে।”

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নির্বাচনী সিস্টেমে বিদেশি অনুপ্রবেশের কোনো প্রমাণ মেলেনি। 

জেন ইস্টারলি বলেছেন, “স্পষ্ট করে বলতে গেলে, আমরা যদি এ ধরনের কর্মকাণ্ড (হ্যাকিংয়ের) দেখি, অবশ্যই সে তথ্য আমরা প্রকাশ করব।”

সূত্র: বিবিসি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!