তিউনিসিয়ায় ‘পুলিশের অবিচারের’ প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক ফুটবলার। সপ্তাহের শুরুতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার পরিবার। ফুটবলারের নাম নিজার ইসাউই, তিনি ইউএস মোনাস্তিরের সাবেক খেলোয়াড়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দার ঢেউ লেগেছে তিউনিসিয়াতেও। এই অবস্থায় ১০ দিনারে এক ডজন কলা কিনতে না পারার অভিযোগ করেছিলেন ওই ফুটবলার। এই দাম সরকার নির্ধারণ করে দিয়েছিল। চার সন্তানের পিতা নিজার ফেসবুক এক ভিডিওতে বলেছিলেন, মধ্য তিউনিসিয়ার কাইরুয়ানের হাফুজ গ্রামে সন্ত্রাসবাদের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
একটি ফেসবুক পোস্টে নিজার বলেছিলেন, “১০ দিনারে কলা বিক্রি বিরোধিতা করায় সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত হয়েছি। নিজেকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছি। আমার আর শক্তি নেই। পুলিশকে জানিয়ে দিন, আজ কার্যকর হবে সাজা।”
তিউনিসিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, নিজারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাফুজ শহরের রাস্তায় নামে সাধারণ মানুষ। তরুণ বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে, কাঁদানে গ্যাস দিয়ে জবাব দেয় পুলিশ।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বলছে, এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তিউনিসিয়া। দেশটিতে মূল্যস্ফীতি ১১ শতাংশের কাছাকাছি। খাদ্য ক্রমবর্ধমান দুষ্প্রাপ্য হয়ে উঠছে।