• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জেপি নাড্ডার ভোজসভায় ছিল যেসব খাবার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০১:০১ পিএম
জেপি নাড্ডার ভোজসভায় ছিল যেসব খাবার
জেপি নাড্ডার ভোজসভা। ছবি : সংগৃহীত

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজন করা হয় এ শপথ গ্রহণ অনুষ্ঠান। এরপর নতুন মন্ত্রী এবং নবনির্বাচিত এনডিএ সংসদ সদস্য, মন্ত্রীবর্গ ও অতিথিদের জন্য ভোজসভার আয়োজন করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জেপি নাড্ডার ওই ভোজসভায় ছিল নানা পদের খাবার। শপথ গ্রহণের পর রাজস্থানের বিশেষ সবজি, দম বিরিয়ানি থেকে কুলফি, এসব পদ দিয়েই নৈশভোজ সারেন নরেন্দ্র মোদি ও তার নতুন মন্ত্রিসভার সদস্যসহ এনডিএর নবনির্বাচিত সংসদ সদস্যরা।

এএনআই তথ্যমতে, শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এনডির এমপিদের জন্য ভোজসভার আয়োজন করা হয়। নৈশভোজের খাদ্য তালিকায় ছিল নানা রকম ফলের রস, পুর ভরা লিচু, মটকা কুলফি, আমের ক্রিম, তিন রকমের রায়তা। ভোজের মূল পর্বেও ছিল বাহারি পদের খাবার। দম বিরিয়ানি, জোধপুরি সবজি, ডাল।

এর সঙ্গে ছিল পাঁচ রকমের রুটি, পরোটা। ছিল পাঞ্জাবি খাবারদাবার ও বাজরার খিচুড়ি। শেষ পর্বে ছিল আট রকমের মিষ্টি। রসমালাই, ছানার মিষ্টি ছাড়াও ছিল রাজস্থানের বিখ্যাত ঘেওয়ার।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!