হজ করতে সৌদি আরবে সমবেত হচ্ছেন হজযাত্রীরা। হজের মৌসুমে সহজে হজ সম্পাদনসহ যাত্রীদের নতুন নতুন পরিষেবা ও নানা সুবিধা দিয়ে থাকে সৌদি কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় এবার হজযাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন ব্যবহারের ঘোষণা দিয়েছে দেশটি।
সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল-জাসের এ তথ্য জানিয়েছেন। হজযাত্রীদের দুর্ভোগ কমাতে অত্যাধুনিক পরিবহন ব্যবস্থাসহ উড়ন্ত ট্যাক্সি ব্যবহারের ঘোষণা দেন তিনি। খবর আল আরাবিয়া।
সালেহ আল-জাসের জানান, “মূলত হজযাত্রীদের ভ্রমণের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি চালু করতে যাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। এসব উড়ন্ত ট্যাক্সি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মক্কার হোটেলগুলোর মধ্যে হজযাত্রীদের পরিবহন করবে। প্রতিটি উড়ন্ত ট্যাক্সি পরিবহন করবে ৪ থেকে ৬ জন যাত্রী।”
উড়ন্ত ট্যাক্সি তৈরির জন্য বিভিন্ন পরিবহন সংস্থাগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতা চলছে। হজযাত্রীদের এই সেবা দিতে ১০০টি উড়ন্ত ট্যাক্সি কেনার চুক্তি করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস। সেগুলো সম্পূর্ণ বিদ্যুৎ-চালিত ও পরিবেশবান্ধব হবে বলে জানিয়েছে সংস্থাটি।