লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০-তে দাঁড়িয়েছে। ঝড় ড্যানিয়েলের পর ভারী বৃষ্টিতে দুটি বাঁধ ভেঙে শহরটিতে বন্যায় নিহতের সঙ্গে এখনো নিখোঁজ হাজার হাজার মানুষ। উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এপির।
লিবিয়ান রেড ক্রিসেন্টের মহাসচিব মারি এল-ড্রেস মোবাইল ফোনে এপিকে বলেন, ভূমধ্যসাগরীয় শহরটিতে আরও ১০ হাজার ১০০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
এর আগে, দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ দেরনায় মৃতের সংখ্যা ৫ হাজার ৫০০ বলেছিল। এ ছাড়া ঝড়ে দেশটির অন্যান্য জায়গায় প্রায় ১৭০ জন নিহত হয়েছেন।
এর আগে, শক্তিশালী ভূমধ্যসাগরীয় ঝড় ‘ড্যানিয়েল’ পূর্ব লিবিয়াজুড়ে মারাত্মক বন্যা সৃষ্টি করে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেরনা। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানে। ফলে সৃষ্ট বন্যা প্রায় পুরো দেরনা শহরকে ভাসিয়ে নিয়ে যায়। বাসিন্দারা বলেছিলেন যে শহরের বাইরের দুটি বাঁধ ভেঙে পড়ার সময় তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। বন্যার পানি শহরটির অসংখ্য ভবন বিধ্বস্ত করেছে এবং লোকজনকে সমুদ্রে ভাসিয়ে নেয়। এই দুর্যোগের ফলে তেলসমৃদ্ধ দেশটির দুর্যোগ মোকাবিলার দুর্বলতা প্রকাশ হয়ে যায়।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে সংঘাত লেগেই আছে। বর্তমানে দেশটিতে দুটি প্রতিদ্বন্দ্বী সরকার কাজ করছে। পশ্চিমে ত্রিপোলিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার (জিএনইউ) এবং অন্যটি পূর্বে কাজ করছে।