• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাশ্মীরে গ্রেনেড হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩, ১০:২২ এএম
কাশ্মীরে গ্রেনেড হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে গ্রেনেড হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক সেনা সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) জম্মু-কাশ্মীরের পুঞ্জ জেলায় এ হামলা ঘটনা ঘটে।

এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার আনুমানিক ৩টার দিকে সেনার একটি গাড়ি ভিমবের গালি থেকে রাজৌরি সেক্টরের পুঞ্চে যাচ্ছিল। পথে অজ্ঞাতপরিচয় জঙ্গিরা তাদের ওপর হামলা চালায়। এ সময় ভারী বৃষ্টি হচ্ছিল। এ সুযোগে জঙ্গিরা হামলা চালায়। সম্ভবত গ্রেনেড হামলার জেরেই গাড়িতে আগুন ধরে যায়।

ভারতের আনন্দবাজার জানায়, জঙ্গি হামলায় নিহত সেনাকর্মীরা রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য ছিলেন। তাদের জঙ্গি মোকাবিলার কাজে পাঠানো হচ্ছিল।

আহত সেনা সদস্যকে উদ্ধার করে রাজৌরির সেনা হাসপাতালে পাঠানো হয়। তার চিকিৎসা চলছে। এলাকায় শুরু হয়েছে চিরুনিতল্লাশি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!