• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

তিন মন্ত্রণালয়ে আগুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৩:২৬ পিএম
তিন মন্ত্রণালয়ে আগুন

মালদ্বীপের রাজধানী মালেতে অগ্নিকাণ্ডের ঘটনায় আবাসন, অবকাঠামো ও পরিবেশ মন্ত্রণালয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আবাসন মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, অগ্নিকাণ্ডে মন্ত্রণালয়ের কোনো কর্মী আহত হয়নি। তাদের ক্লাউড হোস্টিংয়ের মাধ্যমে ডিজিটালভাবে সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়া ‘গেধোরুভেরিয়া’ হাউজিং স্কিমের সঙ্গে সম্পর্কিত নথিগুলো আগুনে পোড়া যায়নি। তবে মন্ত্রণালয়ের কার্যক্রম থমকে গেছে।

আরেক বিবৃতিতে জানা যায়, অবকাঠামো মন্ত্রণালয় বলেছে আগুনে ভবনের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে যার কারণে মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ হয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রম কবে শুরু করা হবে তা শীঘ্রই জানানো হবে।

পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “আমাদের ভবনটিও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে আহত, নিহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় যায়নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!