• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চলচ্চিত্র সমালোচক ডেরেক ম্যালকম মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ১০:৪৮ পিএম
চলচ্চিত্র সমালোচক ডেরেক ম্যালকম মারা গেছেন

গার্ডিয়ানের চলচ্চিত্র সমালোচক হিসেবে ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছের ডেরেক ম্যালকম। শনিবার ৯১ বছর বয়সে তিনি মারা গেছেন। তার স্ত্রী ইতিহাসবিদ সারাহ গ্রিস্টউড এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, ডেরেক ম্যালকমের পুরো নাম ডেরেক এলিস্টন মাইকেল ম্যালকম। তিনি একজন বিখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র সমালোচক এবং ইতিহাসবিদ। তিনি গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। তার হৃদযন্ত্র ও ফুসফুস জনিত রোগে বাড়িতেই মারা যান।

ডেরেক ম্যালকম ১৯৭০-এর দশকের শুরুর দিকে গার্ডিয়ানে যোগ দেন এবং ১৯৯৯ সাল পর্যন্ত সাপ্তাহিক ফিল্মে কলাম লিখেছেন।

গার্ডিয়ানের পরে তিনি ইভনিং স্ট্যান্ডার্ডে যোগ দেন। সেখানে ২০০৯ সাল পর্যন্ত প্রধান চলচ্চিত্র সমালোচক হিসেবে কাজ করেছেন। সে দায়িত্ব শেষ করার পরে পর্যালোচনা সার্কিটে সক্রিয় ছিলেন। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপ্রেসকি) এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কান এবং বার্লিনের মতো চলচ্চিত্র উৎসবের একজন প্রধান ছিলেন।

২০২২ সালে লন্ডনে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটে তার ৯০তম জন্মদিনটি বেশ ঘটা করেই আয়োজন করা হয়েছিল। সেখানে বেশ কয়েকজন তারকা শিল্পী এবং ম্যালকমের পরিচিতজনরা উপস্থিত ছিলেন।

ম্যালকম ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন। যখন তার ১৬ বছর বয়স তখন তিনি জানতে পেরেছিলেন তার বাবা তার মায়ের প্রেমিকের গুলিতে নিহত হয়েছেন। যা তার জন্মের এক দশকেরও বেশি আগের ঘটনা ছিল। এ ঘটনাটি সেসময় শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

১৯৮৪ সালে লন্ডন চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের সঙ্গে সিনেমা নিয়ে দর্শকদের উপস্থিতিতেই লম্বা আলাপ হয়েছিল ডেরেকের

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!