• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইন্ডিগো ফ্লাইটে মাঝ আকাশে নারী যাত্রীকে ‘শ্লীলতাহানি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০২:৩৮ পিএম
ইন্ডিগো ফ্লাইটে মাঝ আকাশে নারী যাত্রীকে ‘শ্লীলতাহানি’
প্রতীকী ছবি

জয়পুর-দিল্লি-চেন্নাই ইন্ডিগো ফ্লাইটে এক নারী যাত্রীকে ‘শ্লীলতাহানি’ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ অক্টোবর) নয়াদিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল ফ্লাইটটি।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ফ্লাইটে অভিযুক্ত রাকেশ শর্মা এবং শ্লীলতাহানির শিকার দুইজনই জয়পুর থেকে চেন্নাই ফিরছিলেন।

চেন্নাই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওই নারী ফ্লাইটের ভেতরে একটি জানালার সিটের পাশে বসে ছিলেন। এসময় অভিযুক্ত রাকেশ শর্মা তাকে পেছন থেকে নোংরা উদ্দেশে স্পর্শ করেন। এমনই অভিযোগ করেছেন সেই নারী।

৪৫ বছর বয়সি রাকেশ পেশায় মার্বেল টালি লেয়ার। গত ৯ অক্টোবর চেন্নাই বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর তাকে আটক করা হয়।

স্থানীয় পুলিশ ওই নারীকে লিখিত অভিযোগ দায়ের করতে সহায়তা করে এবং এরপরই তদন্ত শুরু হয়। এখনো এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইন্ডিগো এয়ারলাইন্স।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!