দ্বিতীয়বারের মতো বিশ্বনেতা হলেন ট্রাম্প। তার নানান কর্মকান্ড নিয়ে সবসময় মানুষের কৌতূহলের শেষ নেই। বিশ্বনেতা হওয়ার আগে থেকেই আলোচিত-সমালোচিত এই মার্কিন প্রেসিডেন্ট। অনেকেরই আগ্রহের জায়গা ট্রাম্পের খাবার, চালচলন নিয়ে। ফাস্টফুডপ্রেমী ট্রাম্পের পছন্দ কাঁকড়া। এছাড়া তিনি মাংস খেতেও ভীষণ ভালোবাসেন। এরকম নানান কৌতূহলী প্রশ্ন জেগে ওঠে নানা সময়। চলুন জেনে নেই কী খেতে পছন্দ করেন ট্রাম্প-
ফাস্টফুড খেতে বেশি পছন্দ করেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বলেন অনেকে। তবে এর আগে ২০১৭ সালে ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তখন হোয়াইট হাউসের বাবুর্চিদের দেওয়া তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের দিন শুরু হয় শূকরের মাংস ও ডিমের তৈরি একটি মসলাদার খাবার খেয়ে। ডিমের পোচও দারুণ উপভোগ করেন মার্কিন এই প্রেসিডেন্ট।
দুপুরে তিনি অন্তত তিন পদের খাবার খান। এছাড়া বিভিন্ন মাংসের স্টেক, কাঁকড়া, চিংড়ি খেতে পছন্দ করেন। তিনি মাংস খেতে ভালোবাসেন। রাতে কোনো অনুষ্ঠানে গেলে ট্রাম্প সাধারণত কেএফসির একটি বড় মুরগির মাংসের বাক্স নিয়ে বসেন। অথবা তিনি একটি পনিরমিশ্রিত চিকেন বার্গার খান। বার্গার খেতে ভালোবাসেন ট্রাম্প। এছাড়াও খেতে ভালোবাসেন ফ্র্যাঞ্চ ফ্রাই, চেরি-ভ্যানিলা আইসক্রিম, চকোলেট কেক।
তবে যেসব পদ ট্রাম্পের বিশেষ পছন্দের, তারমধ্যে রয়েছে ভেড়ার মাংসের মিটলোফ। প্রতিবছর তার জন্মদিনে ট্রাম্পের বোন নিজে হাতে বানিয়ে তাকে খাওয়ান।