• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

পাঞ্জাবের বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছেন কৃষকরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৯:১৯ পিএম
পাঞ্জাবের বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছেন কৃষকরা
পাঞ্জাবে কৃষকদের আন্দোলন। ছবি : সংগৃহীত

ফসলের ন্যূনতম মূল্যসহ বিভিন্ন দাবিতে কৃষকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ভারতের পাঞ্জাব। গত সপ্তাহেই দাবি না মানার অভিযোগে শাটডাউনের ঘোষণা দিয়েছিল সম্মুক্ত কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর মোর্চা। ঘোষণা অনুযায়ী সোমবার (৩০ ডিসেম্বর) পাঞ্জাবের বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ করে দিয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ফসলের ন্যূনতম মূল্যসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন ভারতের পাঞ্জাবের কৃষকেরা। সোমবার সকাল থেকে পাঞ্জাবের ২০০টির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করেছে আন্দোলনকারীরা। তাদের ডাকা বন্ধ-এ পাঞ্জাবজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাতিল হয় একাধিক ট্রেনের সূচি। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে বন্ধ। অমৃতসার গোল্ডেন গেটে সকাল থেকেই জড়ো হতে শুরু করেন কৃষকরা। এরপর তারা বিভিন্ন রাস্তা ব্লক করতে থাকেন।

পাঞ্জাবে কৃষক নেতারা বলছেন, গোটা রাজ্যজুড়ে বন্ধ পালন করা হলেও সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা চালু রাখা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও কাউকে বাধা দেওয়া হচ্ছে না।

জানা গেছে, ভারতে অনেকদিন ধরে ঋণের সুবিধা, অবসর ভাতা, বিদ্যুৎ বিলের দাম না বাড়ানো ও পুলিশি মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন তারা। 

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি পাঞ্জাব ও হারিয়ানায় কৃষকরা বিক্ষোভ করেছিল। ৬ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ১০১ জন কৃষকরা মিলে তিনবার দিল্লিতে পদযাত্রা করেছিলেন। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!