• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভোটের দিনেও পাকিস্তানে বিস্ফোরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৪:০২ পিএম
ভোটের দিনেও পাকিস্তানে বিস্ফোরণ
পাকিস্তানে বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই ভোটের দিনেও দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের দিনেও (৭ ফেব্রুয়ারি) দেশটিতে জোড়া বিস্ফোরণ ঘটেছে। দেশটিতে দুই প্রার্থীর কার্যালয়কে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে নিহত হন অন্তত ২৮, আহত হয়েছেন অর্ধশতাধিক।

এদিকে দেশটির স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় ১২ কোটি ৮০ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির ২৬৫টি আসন ছাড়াও প্রাদেশিক পরিষদের ৫৯০টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এক প্রার্থীর মৃত্যুর কারণে ন্যাশনাল অ্যাসেম্বলির একটি আসন এবং তিনটি প্রাদেশিক আসনের ভোট স্থগিত করা হয়েছে।

চারটি প্রদেশের কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা। এরপরেও দেশটিতে বিস্ফোরণের ঘটনা ঘটল। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!