• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোটা আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগে ইইউ’র নিন্দা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ০৪:০৩ পিএম
কোটা আন্দোলনকারীদের ওপর  অতিরিক্ত বল প্রয়োগে ইইউ’র নিন্দা
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ধাওয়া করে পুলিশ। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগে নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘মাত্রাতিরিক্ত বল প্রয়োগের’ বিষয়টি উল্লেখ করে এ নিন্দা জানান ইইউ-এর পলিসি প্রধান জোসেফ বোরেল।

মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি (এজেন্সি ফ্রান্স-প্রেস)। কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২০৫ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ইইউ-এর পলিসি প্রধান বলেন, “বিক্ষোভকারী ও অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহির আওতায় আনতে হবে।” বোরেল আরও দাবি করেন, “মৌলিক অধিকারের প্রতি ‘পুরোপুরি শ্রদ্ধা’ বজায় রাখতে হবে।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!