• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০১:০১ পিএম
বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় হাওয়াই অঙ্গরাজ্যের মাউনা লোয়া আগ্নেয়গিরি থেকে লাভা উদ্‌গিরণ শুরু হয়েছে। গত চার দশকের মধ্যে এই প্রথম অগ্ন্যুৎপাত ঘটছে আগ্নেয়গিরিটিতে।

এএফপি জানায়, রোববার (২৭ নভেম্বর) থেকে সক্রিয় হয় মাউনা লোয়া। সতর্ক করা হয়েছে আগ্নেয়গিরির আশপাশের বাসিন্দাদের।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাভার প্রবাহ আগ্নেয়গিরির জ্বালামুখের আশপাশে রয়েছে। আপাতত তা নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।

আজ সোমবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান (ইউএসজিএস) সতর্ক করে বলেছে, পরিস্থিতি যেকোনো সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে। তবে এখন পর্যন্ত আশপাশ এলাকার লোকজন সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়নি।

ইউএসজিএস জানিয়েছে, ১৮৪৩ সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে ৩৩ বার লাভা উদ্‌গিরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ ১৯৮৪ সালে আগ্নেয়গিরিটি থেকে টানা ২২ দিন লাভা উদ্‌গিরণ হয়েছিল। ওই সময় আগ্নেয়গিরি থেকে মাত্র সাত কিলোমিটার দূরে হিলো শহরে লাভা ছড়িয়ে পড়েছিল।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!