• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

তুরস্কের ড্রোন কিনেছে আমিরাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ১০:০২ পিএম
তুরস্কের ড্রোন কিনেছে আমিরাত

তুরস্কের তৈরি ২০ টি সশস্ত্র ড্রোন কিনেছে সংযুক্ত আরব আমিরাত। রয়টার্স জানায় এই ড্রোনগুলো যুদ্ধে পরীক্ষিত এবং আগামীতে আরও ড্রোন কিনতে পারে আমিরাত।

সিরিয়া, ইউক্রেন ও লিবিয়ার সংঘাতে তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বায়কার নির্মিত ড্রোন কার্যকর প্রমাণিত হওয়ার পর এগুলোর আন্তর্জাতিক চাহিদা বেড়েছে।

তুরস্কের একটি সূত্র জানিয়েছে, আঙ্কারার কাছ থেকে আবুধাবি ও রিয়াদ বায়রাখতার টিবি২ ড্রোন কিনতে আলোচনা করছে। আলোচনার ফল হিসেবে এই মাসের শুরুতে আমিরাতের কাছে ২০টি ড্রোন বিক্রি করা হয়েছে।

সিনিয়র এক তুর্কি কর্মকর্তা নিশ্চিত করেছেন, আমিরাতের কাছে কয়েকটি ড্রোন সরবরাহ করা হয়েছে। আধুধাবি আরও ড্রোন কিনতে চাইছে। সৌদি আরবও এসব ড্রোন চেয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!