• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

কুয়েতের আমির মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০৪:৩৭ পিএম
কুয়েতের আমির মারা গেছেন
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। 

শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাবাহ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, “গভীর বেদনা ও দুঃখের সঙ্গে আমরা কুয়েতের জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের বন্ধুভাবাপন্ন মানুষ কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর জন্য শোক প্রকাশ করছি, যিনি আজ তার প্রতিপালকের নিকট চলে গেছেন।”

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন। 

এক প্রতিবেদনে আল-জাজিরা জানায়, ধারণা করা হচ্ছে কুয়েতের উপপ্রধান ও প্রয়াত আমিরের সৎ ভাই শেখ মিশাল আল আহমেদ আল জাবের দেশটির পরবর্তী আমির হতে যাচ্ছেন। তার বয়স বর্তানে ৮৩ বছর। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও এরকম ঘোষণা আসেনি। 
 

Link copied!