দুর্নীতির একাধিক অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ছে না যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের। এবার তাকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক।
স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুর্নীতির অভিযোগে আলোচিত টিউলিপ সিদ্দিকির পদত্যাগের বিষয়ে মারিও নাউফালের একটি টুইট বার্তা শেয়ার করেন ইলন মাস্ক।
সেখানে ইলন মাস্ক লিখেছেন, “লেবার পার্টির শিশুকল্যাণ-মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।”
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। বাংলাদেশে দুর্নীতির তদন্তে টিউলিপের নাম আসার পর থেকেই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল।