• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

মার্কিন নির্বাচন : এগিয়ে ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৮:৪৩ এএম
মার্কিন নির্বাচন : এগিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। বার্তা সংস্থা এপির লাইভ আপডেটে পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ট্রাম্প ১৭৭ ও কমলা ৯৯টি ইলেকটোরাল ভোট পাবেন বলে আভাস পাওয়া গেছে।

ন্যুনতম ২৭০ ইলেকটোরাল ভোট পেলে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে পারবেন এই দুই প্রার্থীর একজন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে।

অপর দিকে পূর্বাভাস অনুযায়ী—ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।

এডিসন রিসার্চের পূর্বাভাস মতে, ইন্ডিয়ানা, কেনটাকি ও ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী হয়েছেন ট্রাম্প। অপরদিকে, ভারমন্টে জয়ী হয়েছেন কমলা। দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনাসহ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট নয় অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে।

এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ফল আসেনি। পূর্ব অনুমান অনুযায়ী জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের ভোটেই নির্বাচনের ফল নির্ধারণ হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

জনমত জরিপে এখনো এই সাত অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।

Link copied!