• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

মধ্যপ্রাচ্যে ঈদের চাঁদ দেখা গেছে , দাবি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিকালের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ১১:৪৮ এএম
মধ্যপ্রাচ্যে ঈদের চাঁদ দেখা গেছে , দাবি  ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিকালের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিকাল সেন্টারর পক্ষ থেকে জানানো হয়, দুপুরবেলা দিনের আলোতেই প্রযুক্তির মাধ্যমে চাঁদের দেখা পেয়েছেন তারা। তবে চূড়ান্ত ঘোষণা আসবে শনিবার (২৯ মার্চ)সন্ধ্যায়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আল খাতিম অ্যাস্ট্রনমিকাল অবজারভেটরি দুপুর বেলা চাঁদের ছবি তোলে। মহাকাশ পর্যবেক্ষণের নিয়মিত কার্যক্রম হিসেবে তারা ছবি তোলে। সেই ছবি অনুযায়ী, আজ সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের আকাশে ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।  

আর আজ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেলে আগামীকাল রোববার সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরে বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখা যায়। ফলে আগামী ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি।

তবে দুপুরের এই চাঁদের ছবির কারণে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে শনিবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যাবে কি না। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

Link copied!