• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

কুকুরের তাড়া খেয়ে পালাল সিংহ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ০২:১৮ পিএম
কুকুরের তাড়া খেয়ে পালাল সিংহ!

‘বনের রাজা সিংহ কিংবা পশুর রাজা সিংহ’ কথাটি জীবনে কখনো শোনেনি, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সিংহের দৈহিক গড়ন এবং তার চলাফেরা অথবা তার শিকার করার ধরনের কারণেই হয়তো এ রকম উপাধি পেয়েছে। অপর দিকে প্রভুভক্তির কারণে মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় কুকুর।

শারীরিক গঠনের দিক থেকে সিংহের ধারের কাছেও নেই কুকুর। তবে ভারতের গুজরাটে রাতের বেলা একদল কুকুরের তাড়া খেয়ে পালিয়েছে একটি সিংহ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমনটিই দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ঘটনাটির ভিডিও টুইটারে শেয়ার করেছেন ভারতের বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দ। বন্য প্রাণীর মজার মজার ভিডিও শেয়ার করে পরিচিতি পেয়েছেন তিনি।

এতে দেখা যায়, গুজরাটের রাস্তায় রাতের বেলা একটি সিংহ হেঁটে যাচ্ছে। বিষয়টি মেনে নিতে পারেনি ওই এলাকার কুকুরের দল। তাই তো গ্রামের আশপাশের সব কুকুর জড়ো হয়ে পশুর রাজাকে তাড়ানোর কাজে লেগে পড়ে। আর কুকুর দলের তাড়া খেয়ে কোনো ধরনের প্রতিরোধ গড়ে না তুলে অনেকটা লেজ গুটিয়ে পালিয়ে যেতে থাকে সিংহটি।

ভিডিওটি দেখার পর একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘একতাই বল’।

আরেকজন টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, “সড়কের রাজা বনাম জঙ্গলের রাজা।”

Link copied!