নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।
শুক্রবার (৩ নভেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের কম্পণ ভারতের রাজধানী নয়াদিল্লিতেও অনুভূত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পশ্চিম নেপালের জাজারকোট নামে একটা এলাকা। নেপালের সীমান্ত থেকে নয়াদিল্লির দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার।
নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে ২৫০ মাাইল উত্তরপূর্বে অবস্থিত জাজারকোট জেলা ছিল এই ভূমিকম্পের এপিসেন্টার বা উৎপত্তিস্থল।
ভূমিকম্পের ফলে সৃষ্ট ভয়াবহ প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।