• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ রাতে বক্তব্য দেবেন না কমলা, সমর্থকেরা সরে যাচ্ছেন কার্যালয় থেকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০১:১২ পিএম
আজ রাতে বক্তব্য দেবেন না কমলা, সমর্থকেরা সরে যাচ্ছেন কার্যালয় থেকে
কমলা হ্যারিস

সময় যত গড়াচ্ছে, ডেমোক্র্যাট-সমর্থকদের কপালে ভাঁজ পড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে জয়ের ব্যবধান বাড়ছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সিনেটেও। এমন পরিস্থিতিতে আজ বুধবার রাতে সমর্থকদের উদ্দেশে বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কমলা হ্যারিসের প্রচারশিবিরের একজন জ্যেষ্ঠ সদস্য বলেছেন, ‘আজ রাতে কমলা হ্যারিস বক্তব্য দেবেন না।’ তার এ ঘোষণার পর ডেমোক্রেটিক কার্যালয়ের সামনে থেকে সরে যেতে শুরু করেছেন কমলার সমর্থকেরা।

বড় পর্দায় যখন ভোট গণনার ফল দেখানো হচ্ছিল এবং দুটি সুইং স্টেটে যখন ট্রাম্পের জয় পাওয়ার প্রাথমিক ফল দেখানো হচ্ছিল, তখনই কমলার প্রচারশিবির থেকে এমন ঘোষণা এলো।

অপর এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ৭টি সুইং স্টেটের মধ্যে ৫টিতে এগিয়ে আছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একটিতে এগিয়ে আছেন ডেমোক্রেটিক কমলা হ্যারিস। আর একটির ফল এখনো জানা যায়নি।

এবারের সুইং স্টেটগুলোতে ৯৩টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে পেনসিলভানিয়া (১৯)। এ ছাড়া উইসকনসিনে ১০টি, মিশিগানে ১৫টি, জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলাইনায় ১৬টি, নেভাদায় ৬টি ও অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। যুক্তরাষ্ট্রে একটি অঙ্গরাজ্যে পপুলার ভোটে কোনো প্রার্থী জয় পেলে সেখানকার সব ইলেকটোরাল ভোটই তিনি পেয়ে যাবেন।

জর্জিয়াতে এখন পর্যন্ত ৮৮ শতাংশ ভোট গণনা হয়েছে। সেখানে ৫১ শতাংশ ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ৪৮ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন কমলা। নর্থ ক্যারোলাইনায় ৮৬ শতাংশ ভোট গণনা হয়েছে। এখানে ৫০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প। আর কমলা পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে অ্যারিজোনা অঙ্গরাজ্যে। এখানে ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট। আর কমলা পেয়েছেন ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট। এদিকে উইসকনসিন অঙ্গরাজ্যে ৬২ শতাংশ ভোট গণনা হয়েছে। এখানে ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ২ শতাংশ ভোট। আর কমলা পেয়েছেন ৪৮ দশমিক ২ শতাংশ ভোট।

বিবিসি বলছে, শুধু একটি সুইং স্টেটে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। আর সেটি হলো মিশিগান। এখানে ৩২ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে কমলা পেয়েছেন ৫০ দশমিক ৮ ভোট ও ট্রাম্প পেয়েছেন ৪৭ দশমিক ৪ ভোট। নেভাদার ফল এখনো প্রকাশ হয়নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!