• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বিয়ের তিন মিনিটের মধ্যে ডিভোর্স!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৪:০৮ পিএম
বিয়ের তিন মিনিটের মধ্যে ডিভোর্স!

বিয়ের মাত্র কয়েক মিনিট পরই বের হচ্ছিলেন নবদম্পতি। এ সময় হোঁচট খেয়ে পড়ে যান কনে। পড়ে যেতেই তাকে বোকা বলে বিদ্রুপ করেন বর। এমন কথা শোনামাত্রই রেগে যান নববধূ। ৩ মিনিটের মধ্যেই বিচ্ছেদ হয় তাদের।  

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। ৩ মিনিটের মধ্যেই বিচ্ছেদ হয় কুয়েতের এক নবদম্পতির। এটি ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিয়ে বলে ধারণা করা হচ্ছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আসর ছাড়ার সময় বর কনেকে অপমানজনক কথা বলেন। তাকে বিয়ে শেষে বের হওয়ার সময় ‘স্টুপিড’ বলে বিদ্রুপ করেন। বিয়ের মাত্র কয়েক মিনিট পরই বের হচ্ছিলেন নবদম্পতি। এ সময় হোঁচট খেয়ে পড়ে যান কনে। পড়ে যেতেই তাকে বোকা বলে বিদ্রুপ করেন বর।

এমন কথা শোনামাত্রই রেগে যান নববধূ। তিনি বিচারককের কাছে গিয়ে অবিলম্বে তাদের বিয়ে বাতিলের দাবি জানান। দাবি মেনে নেন বিচারকও। মাত্র কয়েক মিনিটের মাথায় বিয়ে বাতিল করে দেওয়া হয়।

এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বেশ সাড়া ফেলে। নানা মন্তব্য করেন নেটিজেনরা। একে ইতিহাসের সবচেয়ে কম সময়ের বিয়ে বলেও দাবি করা হয়।

Link copied!