• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বাগদাদে মার্কিন দূতাবাস বন্ধের দাবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৯, ২০২৪, ১১:৫৪ এএম
বাগদাদে মার্কিন দূতাবাস বন্ধের দাবি
মুকতাদা আল–সদর। ছবি : সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন দেশটির প্রভাবশালী ধর্মীয় নেতা মুকতাদা আল–সদর। ফিলিস্তিনের গাজায় একটি আশ্রয়শিবিরে ইসরায়েলি হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হওয়ার পর মঙ্গলবার এ কথা বলেন তিনি।

রোববার (২৬ মে) রাতে গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরে একটি আশ্রয়শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ওই শিবিরের তাঁবুগুলো আগুনে পুড়ে ৪৫ জন নিহত হয়েছেন।

এই হামলার প্রতিক্রিয়ায় এক্সে (সাবেক টুইটার) একটি বিবৃতিত পোস্ট করেছেন মুকতাদা আল–সদর। তিনি হামলার সমালোচনা করে বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, তাতে নির্লজ্জ সমর্থন দিচ্ছে ওয়াশিংটন।”

বিবৃতিতে তিনি আরও বলেন, “আমি বাগদাদ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং রক্তপাত ছাড়া কূটনৈতিক কৌশলে বাগদাদে মার্কিন দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি আবারও জানাচ্ছি।”

মুকতাদা আল–সদর ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা। একসময় মিলিশিয়া বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি। পরে অস্ত্র ছেড়ে রাজনীতিতে যুক্ত হন। শুরু থেকেই মার্কিনবিরোধী হিসেবে পরিচিতি রয়েছে তার। ২০০৩ সালের পরবর্তী সময়ে ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল মুকতাদা আল–সদরের বাহিনী।

Link copied!