• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাঁচ বছরের মধ্যে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ দিল্লিতে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ০৫:৪২ পিএম
পাঁচ বছরের মধ্যে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ দিল্লিতে

ভারতের দিল্লিতে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটছে। বন্যার কারণে কয়েক সপ্তাহ আগেই ব্যাপক দুর্ভোগ কাটতে না কাটতে ডেঙ্গু সংক্রমণের শিকার হয়েছে দেশটির রাজধানী। গত ৫ বছরের মধ্যে এবারই সেখানে সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ ঘটেছে।

সোমবার (৩১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, দিল্লিতে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটছে। গত ৫ বছরের মধ্যে এবারই সেখানে সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ ঘটেছে।

২২ জুলাই পর্যন্ত দিল্লিতে মোট ১৮৭ জন আক্রান্ত হয়েছে। যা ২০১৮ সালের তুলনা অনেক বেশি। গত রোববার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান, স্কুলে স্কুলে সচেতনতা অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিকরাও যাতে সতর্ক হন, সে ব্যাপারে প্রচার চালাতে হবে।

দিল্লির মতো পশ্চিমবঙ্গেও খারাপ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ভারতের এ রাজ্যে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

সৌরভ ভরদ্বাজ আরও বলেন, “ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালগুলো প্রস্তুত করতে দিল্লির মিউনিসিপাল কর্পোরেশন (এমসিডি) কমিশনারের সঙ্গে আলোচনা করেছি।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!