পশ্চিম চীনের পার্বত্য অঞ্চল তিব্বতে ৭ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসে ভূমিকম্পটি আঘাত হানে।
চীনের সংবাদমাধ্যম সিনহুয়াকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতে নেপাল সীমান্তের কাছে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৬০ জন আহতের খবর পাওয়া গেছে।
সিনহুয়ার তথ্যমতে, শিগাৎসের পার্শ্ববর্তী টিংরি কাউন্টির তিনটি টাউনশিপ চাংসুও, কুলুও এবং কুওগুওতে ৯ জন নিহত হয়েছেন। সেখানে অনেক ভবন ধসে পড়েছে। এ ছাড়া তিব্বতে সকাল ১০টা পর্যন্ত একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় কেন্দ্রীভূত ছিল।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।
চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিসিটিভি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৫ কিলোমিটারের (৩ মাইল) মধ্যে কয়েকটি সম্প্রদায় বসবাস করে, তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার (২৩৬ মাইল) দূরে তাদের অবস্থান ছিল।