• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৯:৪৪ পিএম
বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর মৃত্যু
নিজের ১১৬তম জন্মদিনের অনুষ্ঠানে তোমিকো ইতোকা। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী তোমিকো ইতোকা মারা গেছেন। জাপানি এই নারীর বয়স হয়েছিল ১১৬ বছর।

শনিবার (৪ জানুয়ারি) তার মৃত্যুর খবর জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের শহর আশিয়ার মেয়র রিওসুকে তাকাশিমা।

এক বিবৃতিতে রিওসুকে তাকাশিমা জানান, গত ২৯ ডিসেম্বর আশিয়া শহরের একটি নার্সিং হোমে মৃত্যু হয় তোমিকো ইতোকার। ২০১৯ সাল থেকে সেখানে বসবাস করছিলেন তিনি। তোমিকোর চার সন্তান ও পাঁচজন নাতি–নাতনি রয়েছেন।

১৯০৮ সালের ২৩ মে জাপানের বাণিজ্যিক শহর ওসাকায় তোমিকো ইতোকার জন্ম। ২০০৪ সালের আগস্টে ১১৭ বছর বয়সে মৃত্যু হয় তৎকালীন সবচেয়ে বয়স্ক ব্যক্তি স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার। তারপর বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান তোমিকো।

মেয়র রিওসুকে তাকাশিমার বিবৃতিতে বলা হয়, তোমিকোরা দুই ভাইবোন ছিলেন। তিনি দুটি বিশ্বযুদ্ধ, বিভিন্ন মহামারি এবং যুগান্তকারী সব প্রযুক্তির অভিজ্ঞতা পেয়েছেন। মেয়র বলেন, “নিজের দীর্ঘ জীবনজুড়ে তোমিকো ইতোকা আমাদের সাহস ও আশাবাদ জুগিয়েছেন। এর জন্য তাঁকে ধন্যবাদ।”

জাপানে সাধারণত পুরুষদের চেয়ে নারীরা দীর্ঘজীবী হন। গত সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ১০০ বছর বা এর চেয়ে বেশি বয়সের ৯৫ হাজারের বেশি মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৮৮ শতাংশই নারী। আর দেশটির ১২ কোটি ৪০ লাখ জনসংখ্যার প্রায় এক–তৃতীয়াংশেরই বয়স ৬৫ বছর বা তার বেশি।

Link copied!