• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

পাউরুটিতে মিলল মরা ইঁদুর, সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখ প্যাকেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৪, ১১:২০ এএম
পাউরুটিতে মিলল মরা ইঁদুর, সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখ প্যাকেট
পাউরুটিতে মিলল মরা ইঁদুর। ছবি : সংগৃহীত

জাপানে পাউরুটির মধ্যে মরা ইঁদুরের দেহাবশেষ পাওয়া গিয়েছে। তাই প্রায় এক লাখ ৪ হাজার রুটির প্যাকেট বাজার থেকে তুলে নিচ্ছে জাপানের পাউরুটির ব্র্যান্ড কোম্পানিগুলোর অন্যতম পাস্কো শিকিশিমা করপোরেশন। একই সঙ্গে প্যাকেটের মূল্যও ফেরত দিচ্ছে তারা। 

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অন্তত দুটি রুটির প্যাকেটে কালো ইঁদুরের দেহাবশেষ পাওয়া গেছে। তারপরই এ পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি। 

এক বিবৃতিতে পাসকো শিকিশিমা করপোরেশন জানিয়েছে, দুই প্যাকেট স্লাইস করা পাউরুটির প্যাকেটে কীভাবে ইঁদুরের দেহাবশেষ পাওয়া গেছে, সে বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে, এখন পর্যন্ত এই পাউরুটি খেয়ে কেউ অসুস্থ হয়নি। চোজুকু ব্রেড নামের এই সাদা পাউরুটির একটি চালানে ইঁদুরের দেহাবশেষ পাওয়া যায়। ‘সুপার ফারমেন্টেড ব্রেড’ হিসেবে পরিচিত এই রুটি বেশ মচমচে ও মুখরোচক। পশ্চিম টোকিও প্রিফ্যাকচারের এক কারখানায় এটি উৎপাদন করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Link copied!