• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন

জেলে ইমরানকে বৈঠকের অনুমতি আদালতের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩, ০১:৩২ পিএম
জেলে ইমরানকে বৈঠকের অনুমতি আদালতের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: ডন

পাকিস্তানের আসন্ন নির্বাচনে ইমরান খানতে তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের নেতাদের সঙ্গে বৈঠকের অনুমতি দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

শুক্রবার (২৯ ডিসেম্বর) পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পিটিআই অংশ নিলেও, তোশাখানা মামলায় ৩ বছরের কারাদণ্ড ও ৫ বছরের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে ইমরান খানের অংশ নেওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

তবে এ রায় স্থগিতের জন্য তার আইনজীবী সুপ্রিম কোর্টে আপিল করেন। সর্বোচ্চ আদালতে এ মামলার শুনানি শুরু না হওয়ায় বর্তমানে আদিয়ালা কারাগারে রয়েছেন পিটিআই প্রধান ইমরান খান।

এদিকে পিটিআই নেতারা নির্বাচনে দলের নীতি নির্ধারণ ও কৌশল ঠিক করতে বৈঠক করতে হাইকোর্টে পিটিশন জারি করেন। শুক্রবার পিটিশনটির শুনানির জন্য হাইকোর্টে ওঠে। এ সময় পিটিআইয়ের আইনজীবী দল, আদিয়ালা কারাগারের সুপারিন্টেডেন্ট এবং পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন।

শুনানিতে দু’পক্ষের বক্তব্য শেষে রায় ঘোষণার সময় আদালত বলেন, “পিটিআইয়ের শীর্ষ নেতারা নির্বাচনে রণকৌশল ঠিক করার জন্য দলের শীর্ষ নেতার সঙ্গে আলোচনা প্রয়োজন মনে করলে, তারা বৈঠক করতে পারেন। আর সেজন্য পিটিআইয়ের প্রতিনিধি দল আদিয়ালা কারাগারেও যেতে পারেন। এক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই।”

এদিকে রায় ঘোষণার সময় বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব বলেন, “দলের বর্তমান চেয়ারম্যান গওহর খানের নেতৃত্বে দলের শীর্ষ নেতারাই কেবল এই বৈঠকে অংশ নিতে পারবেন।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!