• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ শাওয়াল ১৪৪৬

মালাবদলের সময় দ্বন্দ্ব, বর-কনের অদ্ভুত কাণ্ডের ভিডিও ভাইরাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১১:১২ এএম
মালাবদলের সময় দ্বন্দ্ব, বর-কনের অদ্ভুত কাণ্ডের ভিডিও ভাইরাল
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

ভারতে এখন বিয়ের মৌসুম চলছে। এই আবহে বিয়েবাড়ির নিত্যনতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হচ্ছে। সে রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন।

ভিডিওতে দেখা যায়, বিয়ের মঞ্চে মালাবদলের সময় কীভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন পাত্রপাত্রী। মালা ছুড়ে ফেলে দিচ্ছেন গলা থেকে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ললিতপুরে। সেই ঘটনার ভিডিওটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে হইচই পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি আনন্দবাজার।

ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যায়, বিয়েবাড়িতে মালাবদলের অনুষ্ঠান চলছে। বিয়ের মঞ্চে মুখোমুখি দাঁড়িয়ে আছে হবু বর ও কনে। হঠাৎ বর তাচ্ছিল্য ভরে মালা পরিয়ে দেন কনের গলায়। সঙ্গে সঙ্গে তরুণী মালাটি গলা থেকে টান মেরে খুলে ছুড়ে ফেলে দেন। তা দেখে গলার মালা ছুড়ে ফেলে দেন বরও। তার মাথায় থাকা পাগড়িও মাটিতে পড়ে যায়। ২ জনেই অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকেন। এমন সময় এক আত্মীয় এসে বরের মালা এবং টোপর মাটি থেকে তুলে আবার বরের হাতে দেন। তিনি প্রথমে রাজি না হলেও পরে সেগুলি আবার পরে নেন।

অন্যদিকে পাত্রীর দিকেও মালা এগিয়ে দেওয়া হয়।

Link copied!