ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করেছে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি বা ন্যাশনাল পিপলস পার্টি।
রোববার (২৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিতর্কের মধ্যেই সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করে সেই বিতর্কে ঘি ঢাললেন আরজেডি নেতা লালুপ্রসাদ।
সকালেই আরজেডির পক্ষে একটি টুইট করা হয়। ওই টুইটের সঙ্গেই ছবিটি জুড়ে দেওয়া হয়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, এটা কি?’
এদিকে আরজেডিওর আরেক নেতা শক্তি সিংহ বলেন, “গণতন্ত্রকে কবর দেওয়া হচ্ছে সেটা বুঝাতেই টুইটে কফিনের ছবি দেওয়া হয়েছে। দেশ এই সংসদ ভবনকে মেনে নেবে না। সংসদ হলো গণতন্ত্রের প্রতীক এবং আলোচনার কেন্দ্রস্থান। সেই সংসদ ভবনকে এমন আদল দেওয়া হয়েছে, তা দেখতে ঠিক কফিনের মতোই লাগছে।”
আরজেডির এই টুইটের পরই কড়া জবাব দিয়েছে বিজেপিও। সুশীল মোদি পাল্টা টুইট করে হুঁশিয়ারি দেন, যারা নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করছেন, তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করা হবে।
কফিন প্রসঙ্গে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া আবার এক ধাপ এগিয়ে বলেন, “২০২৪ সালে দেশের মানুষ আপনাদের ওই কফিনেই কবর দেবে।”