• ঢাকা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬

কয়লা খনিতে হামলা, নিহত ২০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ১১:৩৪ এএম
কয়লা খনিতে হামলা, নিহত ২০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনিতে একদল সশস্ত্র লোক হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২০ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার (১১ অক্টোবর) ভোরে বেলুচিস্তানের দুকিতে এ হামলার ঘটনা ঘটেছে।

দুকি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, “একদল সশস্ত্র লোক ভোররাতে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।”

দুকির চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, “আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০টি মরদেহ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।”

দুকির জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির বলেছেন, দুর্বৃত্তরা হামলায় ‘হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র’ ব্যবহার করেছে।

তিনি আরও বলেন, হামলাকারীরা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতেও আগুন দিয়েছে।

জেলা প্রশাসন, পুলিশ এবং ফ্রন্টিয়ার কর্পস (এফসি) টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে নাসির নিশ্চিত করেছেন। 

ঘটনাস্থল পরিদর্শন করে দুকির জেলা প্রশাসক (ডিসি) কালিমুল্লাহ কাকার জানিয়েছেন, নিহতরা পাকিস্তানের  পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

Link copied!